একটি সূর্য্য একটি পাখি
ছিলো মাখামাখি,
গাছের শাখায় বসে পাখি
দেখতো মেলে আঁখি।
সূর্য্য দিতো আলো তাঁকে
উড়ে চলার জন্য,
এমনতর ভালোবাসায়
হতো পাখি ধন্য।
মনের সুখে গাইতো যে গান
বসে আপন নীড়ে,
দেখতো অসীম স্বপ্ন পাখি
সূর্য্যটাকে ঘিরে।
হঠাৎ করে উঠলো যে ঝড়
বইলো হাওয়া খুব,
পাখি গেলো দূরে উড়ে
সূর্য্য দিলো ডুব!
ভাঙলো বাসা,স্বপ্ন আশা
পথ হারালো পাখি,
সূর্য্য বসে নিত্য ভাবে
পাখি দিলো ফাঁকি!