করোনা ভাইরাস (কোভিড-১৯) আতঙ্কে পলিটেকনিক ইনস্টিটিউট বন্ধ ঘোষণার দাবি জানিয়েছে পলিটেকনিক শিক্ষার্থীরা। রোববার (১৫ মার্চ) ফেসবুকে পোস্ট করে এ দাবি জানিয়েছে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এর একজন শিক্ষার্থী। তার পোস্টটি হুবহু নিচে দেওয়া হলো।
অবিলম্বে পলিটেকনিক ইনস্টিটিউট বন্ধ করা হোক
আমি,
মো: হাসান ফেরদৌস
বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট
শিক্ষার্থী (২য় পর্ব)
অটোমোবাইল টেকনোলজি
করোনা ভাইরাস সংক্রমণ থেকে পরিত্রান পেতে ইনস্টিটিউটের সাময়িক বন্ধ ঘোষণার পক্ষে অবস্থান করছি।
পলিটেকনিক ইনস্টিটিউটে একজন শিক্ষার্থী করোনা ভাইরাসে আক্রান্ত হলে বাতাসের চেয়ে দ্রুততম সময়ে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাবে। কারণ সবার জানা। হাজার,হাজার ছাত্র,ছাত্রী একই সিড়ি দিয়ে চলাচল করে।আমরা অধিকাংশ রুমে ৫০ জন করে ক্লাশ করি,যেখানে আমাদের সিটের দুরুত্ব থাকে ৪/৫ ইঞ্চি।ক্যান্টিনে শত,শত ছাত্র,ছাত্রী বসে একটা গ্লাসে ১০/১২ জনের বেশি পানি খায়।যেকোনো একজন আক্রান্ত হলে মুহূর্তের মধ্যে পুরো পলিটেকনিক এ ছড়িয়ে পড়বে।আক্রান্ত হওয়ার পর পলিটেকনিক বন্ধের ঘোষণা আসলে সেটি আরও বেশি ভয়াবহ হবে। তখন অনেকেই করোনা ভাইরাস বহন করে বাড়িতে যাবে। আর সাথে নিয়ে যাবে সুখে,শান্তিতে থাকা পরিবারটির অশান্তি। বিষয়টি এখনই গুরুত্বের সাথে বিবেচনা করার সময় এসেছে।
নইতো ক্লাস বর্জন করতে বাধ্য হবো।
সকল পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র, ছাত্রী দের দৃষ্টি আকর্ষণ করছি।
(আল্লাহ হাফেজ)