শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের মতো কোনো ঘটনা ঘটেনি। কেবল স্থানীয় পর্যায়ে করোনা ছড়িয়ে পড়লেই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা ভাববে শিক্ষা মন্ত্রণালয়। এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি। আজ রোববার (১৫ মার্চ) রাজধানীর ভাসানী স্টেডিয়ামে জাতীয় স্কুল হকি প্রতিযোগীতার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনে বলেন, “যদি কখনো এমন অবস্থা দেখা যায় স্থানীয় পর্যায়ে সংক্রমন ছড়িয়ে যাচ্ছে তখন আমরা প্রয়োজন বোধে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিবো। এখন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার মতো কোনও ঘটনা ঘটেনি। প্রয়োজন হলে অবশ্যই আমরা শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেবো। ”
তিনি বলেন, আমরা বিদেশ থেকে রোগী আসা বন্ধ করার চেষ্টা করছি। বিমান বন্দরে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। স্থল বন্দরেও ব্যবস্থা নেয়া হয়েছে। আশা করছি বাইরে থেকেও সংক্রমন ঘটবে না।
শিক্ষামন্ত্রী সবাইকে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন।
তথ্যসূত্র: dainikshiksha