যারা ডিপ্লোমা পাশ করেছো তাদের প্রয়োজন চাকুরী/পড়াশুনা করা।
যারা চাকুরী করতে চাও তাদের জানা উচিৎ–
চাকুরীর ইন্টারভিউ এর প্রশ্ন হয় ৭০% সাধারন জ্ঞান আর ৩০% ডিপার্টমেন্টাল।
৭০% সাধারন জ্ঞানের প্রশ্নগুলো থাকে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ইংরেজী ২য় পত্র, বাংলা ২য় পত্র, সাধারণ বিজ্ঞান, সাধারণ অংক ও সাধারণ জ্ঞান।
এর জন্য তোমাদের ব্যাপকহারে প্রাইভেট পড়াতে হবে তা তারা যত কম টাকা দেয় না কেন। ডিপ্লোমা পাশের পর অভিভাবকের কাছ থেকে তো আর খরচের টাকা আনা যাবে না। প্রাইভেট পড়ালে চাকুরীর প্রস্তুতিও হল, টাকা ইনকাম ও হলো। ৩০% ডিপার্টমেন্টাল প্রশ্নের উত্তর পারতে হলে AMIE শুরু করতে হবে। কারন ইন্টরভিউ এর প্রশ্ন তৈরী করে B.Sc ইঞ্জিনিয়াররা। তাঁরা প্রশ্ন তৈরীর সময় তো আর দেখেনা ডিপ্লোমা সিলেবাসে কি ছিলো। অামি বাস্তব অভিজ্ঞতায় দেখেছি AMIE এর অর্ধেক পর্যন্ত যেতে না যেতে সরকারী/আধাসরকারী চাকুরী হয়ে যায়। অামি ১৬ বছর খুনায় AMIE চালায়ে দেখেছি এইটাই আমার বাস্তব জ্ঞান।
এখানে কয়জন AMIE শুরু করে আমি জানি কিন্তু অর্ধেক শেষ হতে না হতে সবার চাকুরী হয়ে যায় আর AMIE এর বাকীটুকু পরে করে। মূল কথা চাকুরীতো হলো। সুতরাং শহরে এসে কষ্ট করে থেকে প্রাইভেট ও AMIE চালায়ে যেতে হবে। বাড়ী বসে থাকলে সব ভুলে যেতে হবে। প্রাইভেট চাকুরী করতিছো, AMIE করতিছোনা, প্রাইভেট পড়াচ্ছোনা আর সরকারী/আধাসরকারী চাকুরী পাবা না।
আব্দুল গনি
বিভাগীয় প্রধান মেকানিক্যাল,
খুলনা পলিটেকনিক ইন্সটিটিউট, খুলনা।
লেখাটি আশরাফুল হক সারের ফেসবুক ওয়াল থেকে নওয়া।