পরিবেশ ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কথা বিবেচনা করে জলবায়ু রক্ষার্থে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের রোভার ইউনিটের আয়োজনে বি,এস,পি,আইয়ের পরিত্যাক্ত খোলাজায়গায় প্রায় ৫ শতাধীক দেবদারু,আম,কাঠ বাদাম, আমলকী, আমড়া, আকাশী, রাধাচুড়া, নিমগাছের বৃক্ষরোপ অভিযান কর্মসুচি পালন করে।
নিবার (২৮সেপ্টেম্বর) সকাল ১০ টায় রোভার দল পলিটেকনিকেটর একাডেমী,ছাত্রাবাস,সহ বিভিন্ন খোলাজায়গায় এসকল বৃক্ষরোপন কর্মসুচী পালন করা হয়। বৃক্ষরোপন কর্মসুচী উদ্বোধন করেন, বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ও রোভার স্কাউট দলের সভাপতি আব্দুল মতিন হাওলাদার(এল.টি)। এসময় উপস্থিত ছিলেন,নেনটেক কৌশল বিভাগীয় প্রধান পলাশ কান্তি বড়ুয়া,সুজিত কুমার বিশ্বাস (তড়িৎ), রোভার স্কাউট লিভার ইঞ্জিনিয়ার রহমত উল্লাহ,ইউনিট সিনিয়র রোভার মেট মোঃ রবিউল হাসানসহ রোভার দলের সকল সদস্য ও শিক্ষকগন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন,একাডেমিক শিক্ষার পাশা,পাশি প্রতিষ্ঠানের শোভাবর্ধনে ও পরিবেশ রক্ষায় রোভারদের ভুমিকা অগ্রহণ্য বলে মন্তব্য করেন। এদিকে রোভার লিডার ইঞ্জিনিয়ার রহতম উল্লাহ বলেন,দেশে আয়তন এবং জনসংখ্যা অনুসারে ২৫শতাংশ বনভূমি থাকার কথা থাকলেও সরকারি হিসাবে দেশে এর পরিমান শাড়ে ১৭ শতাংশ,যা বেসরকারি হিসেবে ১০ শতাংশেও কম বলে মন্তব্য করে।