রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) রোবটিক্স প্রতিযোগিতায় ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ কর্তৃক আয়োজিত চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)।
উক্ত প্রতিযোগিতায় লাইন ফলোয়ার রোবটের স্পিড ব্যাটেল ইভেন্টে অংশগ্রহণ করে ডুয়েট এর টিম ‘ডুয়েট পজিট্রন’। ইভেন্টে ‘ডুয়েট পজিট্রন’ টিম চ্যাম্পিয়ন হয়। ডুয়েট পজিট্রন টিমের সদস্য হলেন মো. রুহুল আমিন ও মো. হারুনর রশীদ।
টিমের সদস্য মো. রুহুল আমিন অনুভূতি প্রকাশ করে বলেন ছোটবেলা থেকে প্রযুক্তির প্রতি অন্যরকম একটা আকর্ষণ ছিল। স্বপ্ন ছিল প্রযুক্তি নিয়ে কাজ করার। এই স্বপ্ন পূরণের লক্ষে ডুয়েট রোবটিক্স ক্লাব এর সহযোগিতায় পথচলা শুরু। শুরুতে কয়েকবার ব্যর্থ হলেও অটল ভাবে লেগেছিলাম । আলহামদুলিল্লাহ তারই ফলাফল হিসেবে এখন আমাদের ঝুলিতে আছে বেশকিছু সফলতা। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে পেরে খুবই ভালো লাগছে।
ভবিষ্যতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষে প্রযুক্তি নিয়ে কাজ করে যাচ্ছি। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের হয়ে অংশগ্রহণ করে নিজের দেশকে উপস্থাপন করার স্বপ্ন আছে বলে জানান তিনি।
প্রসঙ্গত, এর আগে ‘ডুয়েট পজিট্রন’ টিম গত ১৩ ই সেপ্টেম্বর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ কর্তৃক আয়োজিত ইইই ডে-২০১৯ প্রতিযোগিতায় লাইন ফলোয়ার রোবট এ চ্যাম্পিয়ন হয়।
সূত্র: মানবকণ্ঠ