আমাদের ছাত্র-ছাত্রীদের পর্ব সমাপনী পরীক্ষা হয়, সেটা কারো জীবনের শেষ পরীক্ষাও হতে পারে, এটাতো একটি পাবলিক পরীক্ষা কিন্তু কোন মিডিয়াতে/পত্রিকায় কখনও দেখা যায়না যে কবে পরীক্ষা শুরু হবে….
কিন্তু, কেন? যথাযথ কর্তৃপক্ষ কি পারেনা মিডিয়াতে দিতে?
যদি মিডিয়াতে দেওয়া হত তাহলে একদিক থেকে ছাত্র-ছাত্রীরাও উপকৃত হত এবং অন্যদিকে প্রচারের কারণে সাধারণ মানুষও জানতে পারতো কারিগরি শিক্ষার ব্যাপারে। তাই নয় কি?
কারিগরি শিক্ষার Result : কারিগরি বোর্ডের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর রেজাল্ট কবে হয়, কখন হয়……
সেটাতো বলা সম্ভব নয়!!
উল্লেখ্য, শেষ কয়েকবার সেমিস্টার ফাইনাল পরীক্ষার রেজাল্ট হয়েছে রাত ১১.০০ টার পরে, সরকারি ছুটির দিনে। কিন্তু কেন?
সেটা কি দিনের বেলায় প্রকাশ করা যেত না?
*** প্রতি বছর একটি করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ব্যাচ বের হচ্ছে, কিন্তু সেইটাতো একটি পাবলিক পরীক্ষার রেজাল্ট সেটা প্রকাশ করার আগে কি মিডিয়াতে জানানো যায় না যে উক্ত তারিখে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর রেজাল্ট হবে……
তবে তো সারা দেশের মানুষ জানতে পারতো এতগুলো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বের হচ্ছে এবং কারিগরি শিক্ষার একটা প্রচারও হত বটে।
আমাদের ছাত্র-ছাত্রীরা একটা অনিশ্চয়তার মাঝে থাকে কবে রেজাল্ট হবে, কখন হবে……
তাই যথাযথ কর্তৃপক্ষের প্রতি অনুরোধ, কারিগরি শিক্ষার প্রচারের স্বার্থে পরীক্ষা এবং পরীক্ষার রেজাল্টের তারিখ আগে থেকে মিডিয়াতে প্রচারের জন্য, রেজাল্টের পাশের হারসহ মিডিয়াতে রেজাল্ট প্রকাশ করার জন্য এবং শ্রেষ্ঠ রেজাল্টের প্রতিষ্ঠানের নামসহ প্রকাশের জন্য।