মুজিব বর্ষের ক্ষণগণনা উপলক্ষে ৬৬ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশনা করলেন চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট। ২ মার্চ বিকেলে পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষক, শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য ও দেশাত্ববোধক গান পরিবেশন করেন।
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আয়োজনে, উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্রনাথ উরাঁও, শিশু একাডেমীর উপ-পরিচালক শফিকুল আলম, চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী হুমায়ন কবির খাঁন, উপাধ্যক্ষ প্রকৌশলী এজেএম মাসুদুর রহমান, বিভাগীয় প্রধান (নন-টেক) প্রকৌশলী সহীদুল ইসলাম, বিভাগীয় প্রধান (কম্পিউটার) প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, বিভাগীয় প্রধান (আরএসি) প্রকৌশলী মোঃ আব্দুল মালেক, বিভাগীয় প্রধান (ইলেক্ট্রিকাল) প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, বিভাগীয় প্রধান (ইলেক্ট্রনিক্স) প্রকৌশলী মোঃ আব্দুল বারী, বিভাগীয় প্রধান (ফুড) প্রকৌশলী মোঃ বশির আহমেদ, শিক্ষার্থী কল্যাণ কর্মকর্তা মোঃ আজিজুর রহমান, সিকিউরিটি অফিসার আব্দুল কাদের জিলানীসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সুধীবৃন্দ।
অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মোঃ আব্দুল জাব্বার ও শিক্ষার্থী নাবিল আহমেদ।