রাকিব হাওলাদার: কারিগরি শিক্ষার বৃহত্তর স্বার্থে ২য় শিফট বিষয়ে গত ২৩/০২/২০২০ এবং ২৪/০২/২০২০ তারিখে মহাপরিচালক মহোদয় ও টি এম ইডি এর সচিব মহোদয়ের সাথে বিস্তারিত আলোচনায় ২য় শিফটের সম্মানী বিষয়ে আস্বাসের পেক্ষিতে চলমান কর্মবিরতি ২৬/০২/২০২০ তারিখ থেকে স্থগিত ঘোষনা করেছে বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি (বাপশিস), বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক পরিষদ (বাপশিপ), টেকনিক্যাল স্কুল ও কলেজ শিক্ষক সমিতি ও পরিষদ এবং বাংলাদেশ কারিগিরি শিক্ষা অধিদপ্তরাধীন কর্মচারি সমিতি (বাকাশিঅকস)।
গত ১লা ফেব্রুয়ারি ২০২০ থেকে ইনস্টিটিউটের শিক্ষকরা ২য় শিফটের সম্মানী ভাতার দাবিতে ক্লাস বর্জন করছেন। গত ১লা জুন ২০১৮ থেকে বেতন দেয়া হচ্ছিল না শিক্ষকদের। এরই পেক্ষিতে পলিটেকনিক ইনস্টিটিউটের ২য় শিফটের ক্লাস বন্ধ রেখেছিলেন শিক্ষকরা।