চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে দ্বিতীয় শিফট ক্লাস স্থগিত রাখার প্রতিবাদে কর্মসূচি পালন করেছে সাধারন শিক্ষার্থীরা।এরই পেক্ষিতে আজ সকাল ৮ টা থেকে ক্যাম্পাস সকল কার্যক্রম বন্ধ করে মূল গেটর সামনে অবস্থান করে আন্দোলনরত শিক্ষার্থীরা এবং এর পরে সকাল ১০ টায় টেকনিক্যাল মোড় অবস্থান করে।
শিক্ষার্থীরা জানায়, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে।শিক্ষার্থীরা একই সাথে ইনস্টিটিউটের সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করে।
গত ১লা ফেব্রুয়ারি ২০২০ থেকে ইনস্টিটিউটের শিক্ষকরা ২য় শিফটের সম্মানী ভাতার দাবিতে ক্লাস বর্জন করছেন। গত ১লা জুন ২০১৮ থেকে বেতন দেয়া হচ্চেনা শিক্ষকদের। এরই পেক্ষিতে পলিটেকনিক ইনস্টিটিউটের ২য় শিফটের ক্লাস বন্ধ রেখেছে শিক্ষকরা।