”সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট” এর ২য় শিফটের ক্লাস বন্ধ থাকার প্রতিবাদে সাধারন শিক্ষার্থীরা ৭ দফা দাবি নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেয়।তাদের সাথে সহমত পোষণ করে ১ম শিফটের শিক্ষার্থীরা ও অংশ নেয় আন্দোলনে। দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলনের চালিয়ে নেওয়ার ঘোষনা দেয় তারা।শিক্ষার্থীদের স্বার্থে সরকারের নিকট দাবিগুলো তুলে ধরে কর্মসূচির ঘোষনা দেয় ২য় শিফটের শিক্ষার্থীরা। তাদের দাবিসমূহ..
১. অতি তাড়াতাড়ি ২য় শিফটের ক্লাস পুনরায় ফিরিয়ে দিতে হবে।
২. ১ম শিফটের মতো ২য় শিফটে ও সমান সুযোগ-সুবিধা দিতে হবে।
৩. ভবিষ্যতে ২য় শিফট নিয়ে বৈষম্য সৃষ্টি করা যাবে না।
৪. ১ম শিফটের মতো ২য় শিফটে ও যথাযথ সময়ে ক্লাস শুরু করতে হবে।
৫. অবিলম্বে ২য় শিফটে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ দিতে হবে।
৬. ব্যবহারিক সামগ্রী শিক্ষার্থীর তুলনায় খুবই কম!সুতরাং শিক্ষার্থী অনুযায়ী ব্যবহারিক সামগ্রী প্রধান করতে হবে।
৭. শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী পর্যাপ্ত ল্যাব,ক্লাসরুম ও আসনের সুব্যবস্থা করতে হবে। অন্যথা ১ম এবং ২য় শিফটে আলাদা আলাদা শিক্ষক নিয়োগ দিতে হবে।(যা সরকারের নিতান্তই নিজস্ব বিষয়)
এছাড়া আগামীকাল থেকে দাবিগুলো না মেনে নেওয়া পর্যন্ত ক্যাম্পাস জুড়ে অংশ নিবে ২য় শিফটের শিক্ষার্থীরা। শিঘ্রই তাদের দাবিসমূহ না মেনে নিলে নতুন কর্মসূচি হাতে নিয়ে আন্দোলন আরে চড়াও করবে বলে ঘোসনা দেয় তারা।