২য় শিফটের ক্লাসের দাবিতে ২য় দিনের মত আন্দোলন করেছ খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীরা। আজ সকালে শিক্ষার্থীরা ক্যাস্পাসের প্রধান ফটকে এ কর্মসূুচি পালন করে।শিক্ষার্থীরা জানান, তাদের ন্যায্য দাবি এবং শিক্ষা কার্যক্রম চালু না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন।
গত ১লা ফেব্রুয়ারি ২০২০ থেকে ইনস্টিটিউটের শিক্ষকরা ২য় শিফটের সম্মানী ভাতার দাবিতে ক্লাস বর্জন করছেন। এ কারনে ২য় শিফটের ক্লাসের দাবিতে সকল শিক্ষার্থী তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
২য় শিফটে ক্লাস নেয়ার ক্ষেত্রে সরকার কর্তৃক শিক্ষকদের যে সম্মানী আগে দেয়া হতো তা গত ১৯ মাস থেকে বন্ধ রয়েছে। ফলে শিক্ষকরা শিক্ষা কর্মবিরতি দিতে বাধ্য হয়েছে। সাধারণ ছাত্রদের পাশাপশি শিক্ষকরাও অবস্থান ধর্মঘট পালন করছেন তাদের বেতন ভাতাদি পাবার জন্য। সরকার তাদের দাবি না মানা পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে বলে জানানো হয়।