কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে দ্বিতীয় শিফটের ক্লাস না চলায় আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। প্রতিষ্ঠান প্রাঙ্গনে আজ এ আন্দোলন কর্মসূচি করা হয়। শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড় থেকে বলেন, তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত এবং শিক্ষকরা ক্লাসে ফিরে না আসা পর্যন্ত তাদের এ কর্মসূচি চালিয়ে যাবেন।
গত ১লা ফেব্রুয়ারি ২০২০ থেকে ইনস্টিটিউটের শিক্ষকরা ২য় শিফটের সম্মানী ভাতার দাবিতে ক্লাস বর্জন করছেন।