টাংগাইল পলিটেকনিক ইনস্টিটিউট ৮ দফা দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন।
১. ২য় শিফট চালুমান শিক্ষক সমস্যা স্হয়ি সমাধান করতে হবে।
২. ২য় শিফট এর জন্য আলাদা শিক্ষক নিয়োগ দিতে হবে।
৩. সকল পলিটেকনিক এর ল্যাব উন্নতিকরণ ও আধুনিকায়ণ সহ আবাসিক হল বৃদ্ধি করতে হবে।
৪. সকল ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য ডুয়েট এর ন্যায় সরকারি প্রতিষ্টান স্হাপন করতে হবে।
৫. ডিপ্লোমা সকল টেকনোলজি সরকারি চাকরি নিয়োগ দিতে হবে পুরোনো নিয়োগবিধি সংশোধন করতে হবে।
৬. সরকারি সকর প্রতিষ্ঠানে চাকরি ক্ষেএে ডিপ্লোমাদের জন্য পদের সংখ্যা বৃদ্ধি করতে হবে ।
৭. ৮ম পর্ব সহ সকল পবের পরীক্ষার ফলাফল দ্রুত দিতে হবে।
৮. সরকারি ও বেসরকারি চাকরি আবেদন ফি এর নামে বানিজ্য বন্ধ করতে হবে। আবেদন ফি ১০০- ২০০ এর মধ্যে রাখতে হবে
এ আন্দোলন নেতৃত্ব ছিলেন ছাত্রলীগ নেতা তারিকুল ইসলাম তামিম সহ নয়ন , ইমরান ,জুয়েল, রানা, নাহিদ, জিহাদ, জাহিদ, ফাহিম, সাদিক মারফি সহ সকল সাধারন শিক্ষার্থীদের বৃন্দ এ সময় বক্তব্য পলিটেকনিক ছাত্রলীগের নেতা তামিম বলেন দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালবে।
তামিম, টাংগাইল পলিটেকনিক প্রতিনিধি।