ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের পাঁচ শিক্ষার্থী মাত্র ১৫ দিনে প্রচেষ্টায় একটি রোবট বানিয়েছে। রোবটটির নাম ‘মিস্টার ইলেক্ট্রোমেডিকেল’। ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেক্ট্রোমেডিকেল টেকনোলজি বিভাগের অষ্টম পর্বের শিক্ষার্থী মো. আশিকুর রহমান, মো. আনাসুর রহমান, মো. মীর আমিন, মেহেদী হাসান ও ষষ্ঠ পর্বের শিক্ষার্থী আব্দুল মোন্নাফ এ রোবটটি বানিয়েছেন। তাদের টেকনোজির নাম অনুসারে এর নাম ‘মিস্টার ইলেক্ট্রোমেডিকেল’ রাখা হয়।এতে সহযোগিতা করেছেন ইলেক্ট্রোমেডিকেল টেকনোলজি বিভাগের জুনিয়র ইন্সট্রাক্টর (টেক) মো. আবুল কাশেম।
রোবটটি মানুষের শরীরের তাপমাত্রা, হার্টবিট, অক্সিজেনের পরিমাণ ও রক্তচাপ পরিমাপসহ রোগ নির্ণয়ে পরীক্ষা-নীরিক্ষা করতে সক্ষম। এছাড়া চলাফেরা করার পাশাপাশি সালাম দিয়ে নিজের নাম, দেশের নাম, জাতির জনকের নাম ও প্রধানমন্ত্রীর নাম বলতে পারে। এসবই বলতে পারবে বাংলা ও ইংরেজিতে।
ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেক্ট্রোমেডিকেল টেকনোলজি বিভাগের জুনিয়র ইন্সট্রাক্টর মো. আবুল কাশেম বলেন, রোবটটিতে আরো নতুন নতুন ফিচার যোগ করা হচ্ছে।হাসপাতালে ডাক্তার না থাকলেও তাদের এ রোবট যেন বিকল্প হিসেবে কাজ করতে পারে সেজন্য এটিকে আরও আধুনিক ও উন্নত করার চেষ্টা করা হচ্ছে।
চলতি বছরের ৭ জানুয়ারি রোবট বানানোর কাজ শুরু করেন শিক্ষার্থীরা।এবং গত ২৩ জানুয়ারি রোবটটি ইনস্টিটিউট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে শিক্ষার্থীরা।
রোবটটিতে নতুন ফিচার হিসেবে অ্যালকোহল ডিটেক্টর ও ফায়ার অ্যালার্ম যুক্ত করার প্রক্রিয়া চলছে। যা মাদকাসক্ত কাউকে শনাক্ত এবং আগুন লাগার খবর দিতে পারবে।